ফেসবুকে বন্ধুর দেওয়া অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করায় লজ্জায় পাবনার ফরিদপুর উপজেলার পাঁচ পঙ্গুলিয়া গ্রামের এক কিশোরী (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। গতকাল সোমবার (১৫ নভেম্বর) দুপুরে তিনি আত্মহত্যা করেন।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে জেনেছি, মেয়েটি একই গ্রামের সহপাঠী সাগর নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কয়েক দিন হলো সাগরের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ায় সাগর তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়। এ খবর শোনার পর সে লজ্জায় নিজঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
আপনার মতামত লিখুন :