রিশালের আগৈলঝাড়ায় গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ পোষ্টমর্ডেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামের সৃষ্টিধর রায়ের মেয়ে মেয়ে রিংকু রায়ের সাথে পাশ্ববর্তী ডাসার থানার দক্ষিন চলবল গ্রামের কেশব জয়ধরের প্রবাসী ছেলে বিরাট জয়ধর ওরফে বিপ্লবের ১২বছর পূর্বে বিয়ে হয়। বিরাট জয়ধর বিদেশে যাওয়ার পর রিংকু পরকীয়ায় জড়িয়ে পরেন। এঘটনা রিংকুর স্বামী বিরাট জানতে পেরে স্ত্রী রিংকুকে গালমন্দ করেন।
গালমন্দের কারণে স্বামীর উপর অভিমান করে রিংকু পিতার বাড়িতে বসে মঙ্গলবার আত্মহত্যার জন্য বিষপান করেন। মুমুর্ষ অবস্থায় রিংকুকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় মারা যান।
হাসপাতাল থেকে থানার এসআই শফিকুল ইসলাম লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বুধবার বিকেলে লাশের পোষ্টমর্ডেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :