করোনা পরিস্থিতি বিবেচনায় দেশে আজও বন্ধ রয়েছে ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রকিষ্ঠান। আজ বুধবার (৪ আগস্ট) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
একইসঙ্গে ব্যাংক বন্ধ থাকার কারণে শেয়ারবাজারের লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পাশাপাশি বীমা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। তবে পরিস্থিতি বিবেচনা করে এই কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে আগামী ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার
আপনার মতামত লিখুন :