শেরপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সেই সাথে ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি-ঘর। অভিযোগ রয়েছে লুটপাটেরও।
শুক্রবার (১২ নভেম্বর) কামারেরচর ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৭ জনকে জামালপুর সদর হাসপাতালে ও আশংকাজনক আরও তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, নির্বাচনের দিন কামারের চর ইউনিয়নের ৬নং চর এলাকার মেম্বার প্রার্থী আহসান হাবীব ও মোস্তাফিজুর রহমান মুক্তার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে কেন্দ্র বন্ধ করে জেলা নির্বাচন কমিশন। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে মুক্তার সমর্থকরা হামলা করে আহসান হাবীব সমর্থকদের ঘর-বাড়িতে।
এসময় তাদের হামলায় কুলছ মেম্বারের ছেলে নয়ন, জব্বার মন্ডলের ছেলে শহীন, মুনছের মন্ডলের ছেলে শুগুরসহ ১৫জন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আপনার মতামত লিখুন :