ইউপি নির্বাচনে ভোটাধিকারের মাধ্যমে কাঙ্খিত প্রার্থী বেছেঁ নিতে চায় জনসাধারণ - সময়কাল

ইউপি নির্বাচনে ভোটাধিকারের মাধ্যমে কাঙ্খিত প্রার্থী বেছেঁ নিতে চায় জনসাধারণ


admin-abbas প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২১, ৪:১০ অপরাহ্ণ / ৯০
ইউপি নির্বাচনে ভোটাধিকারের মাধ্যমে কাঙ্খিত প্রার্থী বেছেঁ নিতে চায় জনসাধারণ

মিঠুন পাল , (পটুয়াখালী)। বাংলাদেশ নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দেশের ৮৪৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী জেলায় দ্বিতীয় ধাপে বেশ কিছু উপজেলায় নির্বাচনী হাওয়া বৈছে। তার মধ্যে নদী বেষ্টনী উপকূলীয় নদী ভাঙ্গনকবলিত গলাচিপা উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে, দৌড়ঝাঁপ শেষ করে ভোট লড়াইয়ে প্রার্থীরা রাজধানী ছেরে এখন নিজ ইউনিয়নের মাঠ চষে বেড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনী হাওয়ায় বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের মতামত নিয়ে ভিন্ন ভিন্ন চাহিদা থাকলেও, তারা ভোটাধিকারের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত প্রার্থী কে বেছেঁ নিতে চায় এক তৃতীয়াংশ জনসাধারণ। অনেকেই বলছেন, উন্নয়নের ধারাবাহিক রাখতে সাবেক বা বর্তমান চেয়ারম্যান থাকলেই অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। আবার কেউ বলছেন সরকারে নীতিগত উন্নয়নে আধুনিক ডিজিটাল যুগে উচ্চ শিক্ষত যোগ্যতাসম্পন্ন নতুন পরিচিত ব্যাক্তি বা পরিবর্তন দরকার। কেননা, বর্তমান সরকার দেশের তৃনমূল থেকে যে উন্নয়নের চাকা ঘুরতে শুরু করেছেন। তার ধারাবাহিক ধরে রাখতে, তৃণমূল থেকেই জনসাধারণের মতামত বা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হলে, হয়তো দেশের সরকারের প্রতি আরে আস্থা বেড়ে যাবে। পাশাপাশি দূর্নীতির চিন্তা চেতনা থেকে বের হয়ে অনেকেই সরকারের সহযোগীতায় দেশ উন্নয়নে সঠিক ভূমীকা পালন করবেন। এদিকে গলাচিপা উপজেলার ৮ টি ইউপি নির্বাচনে বাংলাদেশ আঃলীগের নৌকা মার্কার মনোনয়ন পেয়ে গণসংযোগ নামার প্রস্তুতি নিচ্ছেন বর্তমান চেয়ারম্যান চরবিশ্বাস ইউনিয়নের মোঃ তোফাজ্জেল হোসাইন বাবুল, চরকাজল ইউনিয়নের চেয়ারম্যান সাঈদুর রহমান রুবেল, পানপট্রি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম, বকুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু জাফর খান, গজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান খালিদুর ইসলাম স্বপন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল চৌধুরী, ডাকুয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বিশ্বজিৎ রায় এবং গলাচিপা সদর ইউনিয়নের সাবেক নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু। উল্লেখ্য আগামী ১১ নভেম্বর দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ করা হবে ১১ নভেম্বর।

ব্রেকিং নিউজ