ইচ্ছা করে কেউ ক্যাচ মিস করে না। - সময়কাল

ইচ্ছা করে কেউ ক্যাচ মিস করে না।


admin-abbas প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২১, ৬:৫২ অপরাহ্ণ / ২২৭
ইচ্ছা করে কেউ ক্যাচ মিস করে না।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি বাজেভাবে হারার পর দ্বিতীয় ম্যাচে দারুণ প্রতিযোগিতা করেছে বাংলাদেশ। জয়ের বেশ ভালো সম্ভাবনা জাগিয়েও ম্যাচটা ৫ উইকেটে হেরেছে তামিম ইকবালের দল। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুটি ক্যাচ মিস করেছে টাইগাররা। ম্যাচ হারার পর তামিম বলেছেন, ইচ্ছা করে কেউ ক্যাচ মিস করে না।

ম্যাচ শেষে প্রশ্নোত্তর পর্বে তামিম বলেন, ম্যাচটা আমাদের জিততে হতো। বোলাররা অনেক সুযোগ তৈরি করেছে। কিন্তু আমরা সেটা নিতে পারিনি। এভাবে সুযোগ হাতছাড়া করলে খুব কম ম্যাচই পক্ষে আসবে। আগে নিশ্চিত করতে হবে যে, যেকোন পরিস্থিতিতে আমাদের শতভাগ দিতে হবে।

এমন ম্যাচ হারায় বেশ হতাশ তামিম। সেটি জানিয়ে তিনি বলেন, উইকেট খানিকটা স্লো ছিল। ২৭১ তাই এখানে যথেষ্ট ভালো সংগ্রহ। বোলাররাও শুরুটা ভালো করেছিল। দ্রুত কিছু উইকেট নিয়েছিল। কিন্তু দরকারের সময় যখন সুযোগ আসলো তখন আমরা সেটা নিতে পারিনি। তবে মিঠুন দারুণ ব্যাটিং করেছে।

তামিম যোগ করেন, দল এ ম্যাচে উন্নতি করেছে। কিন্তু আমরা নিউজিল্যান্ডে খেলায় উন্নতি করতে আসিনি। বরং ম্যাচ জিততে এসেছি। ক্যাচ মিস নিয়ে আমার কোন অভিযোগ নেই। কেউ তো ইচ্ছা করে ক্যাচ মিস করে না।

ব্রেকিং নিউজ