ইয়াবা সহ আটক ০২ - সময়কাল

ইয়াবা সহ আটক ০২


admin-abbas প্রকাশের সময় : মে ১২, ২০২২, ৭:৫১ অপরাহ্ণ / ১৬
ইয়াবা সহ আটক ০২

 

 

গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা বিএমপির এসআই (নিঃ) মোঃ জিহাদ, কোতয়ালী মডেল থানাধীন ১৫নং ওয়ার্ডস্থ নিউ সার্কুলার রোডে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় মোঃ সৈয়দ রাফি (২২), পিতা- মোঃ সৈয়দ মিজানুর রহমান, মাতা- রিমা বেগম, সাং- বটতলা আমীর কুটির, বেবিন মিয়ার বাড়ী, বিসিসি ১৫নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল এবং মোঃ আরাফাত ইসলাম শাওন (২২), পিতা- মোঃ হানিফ হাওলাদার, মাতা- আকলিমা বেগম, সাং- আমীর কুটির, খলিল মিয়ার বাসার ভাড়াটিয়া, বিসিসি ১৫নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল (ভাসমান) দ্বয়কে ৬০ পিস ইয়াবা সহ আটক করেন।

এসংক্রান্তে অপর সহযোগী মোঃ বেল্লাল বালী (২৮), পিতা- মৃতঃ আঃ খালেক বালী, মাতা- মোসাঃ সুফিয়া বেগম, সাং- আমীর কুটির মেথর পট্টি, লিটু মিয়ার বাসার ভাড়াটিয়া, ১৫নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল (ভাসমান) পলাতক রয়েছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

ব্রেকিং নিউজ