ঋণ না দেয়ায় ব্যাংক ব্যবস্থাপককে মারধর - সময়কাল

ঋণ না দেয়ায় ব্যাংক ব্যবস্থাপককে মারধর


admin-abbas প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২১, ১:৫৩ পূর্বাহ্ণ / ৭৭
ঋণ না দেয়ায় ব্যাংক ব্যবস্থাপককে মারধর

 

মিঠুন পাল।পটুয়াখালীর গলাচিপায় ১ কোটি টাকার ঋণ নবায়ন মঞ্জুরী না করায় অগ্রনী ব্যাংকের শাখা ব্যবস্থাপক নাজমুল হাসানকে মারধর করার অভিযোগ উঠেছে চেয়ারম্যান পুত্র আব্দুল্লাহ আল মামুন রাহাতের বিরুদ্ধে।

এ ঘটনায় গতকাল সন্ধ্যায় নাজমুল হাসনা বাদী হয়ে রাহাতকে আসামী করে গলাচিপা
থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই রাহাতকে গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা যায়, আল মামুন রাহাত মেসার্স চৌধুরী ট্রেডলিংক এর সত্ত্বাধিকারী এবং কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দুলাল চৌধুরীর
ছোট ছেলে। তিন বছর আগে তিনি গলাচিপা অগ্রনী ব্যাংক থেকে নেওয়া ৬০ লাখ টাকা লোন পরিশোধ না করে ১ কোটি টাকা লোন বর্ধিত
চেয়ে আবেদন করেন।

তার এ আবেদন জামানতের আওতা বর্হিভূত হওয়ায় ব্যাংক ককর্তৃপক্ষ তা নাকোচ করলে ২ আগষ্ট সোমবার সকালে রাহাত এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে ব্যাংকে গিয়ে শাখা ব্যবস্থাপক নাজমুলকে মারধর করেন এবং ব্যাংকের
আসবাবপত্র ভাংচুর করেন।

গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। গ্রেফতারকৃত আল মামুন রাহাতকে ৩ আগষ্ট মোঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।

ব্রেকিং নিউজ