এখন হাতে লেখা প্রেসক্রিপশন পড়ে দেবে গুগল - সময়কাল

এখন হাতে লেখা প্রেসক্রিপশন পড়ে দেবে গুগল


admin-abbas প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২২, ২:৫৯ অপরাহ্ণ /
এখন হাতে লেখা প্রেসক্রিপশন পড়ে দেবে গুগল

চিকিৎসকের প্রেসক্রিপশন পড়তে পারা যেন এক অবিশ্বাস্য প্রতিভা। ফার্মাসির লোকেরা ছাড়া সাধারণ মানুষের পক্ষে তা অসম্ভবও বটে। প্রেসক্রিপশনের লেখা বুঝতে না পেরে অনেক সময় ভুল ওষুধ দিয়ে দেন ফার্মাসিস্টরা। এতে রোগীদের অর্থের সঙ্গে জীবনের ঝুঁকিও তৈরি হয়।

অনেক সময় সোশ্যাল মিডিয়া এমন অনেক প্রেসক্রিপশনের ছবি দেখা যায়। যা পাঠ্য উদ্ধার করতে হিমশিম খান অনেকেই। তবে এবার এই সব সমস্যার সমাধান আনছে গুগল। টেক জায়ান্ট গুগল নতুন একটি ফিচার আনছে। যেটির মাধ্যমে হাতে লেখা প্রেসক্রিপশন সহজেই পড়া যাবে।

একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং মডেলের কথা ঘোষণা করেছে গুগল। যা হাতে লেখা প্রেসক্রিপশন পড়তে পারবে। গুগলের বিশেষ টুল বা যন্ত্রাংশ প্রেসক্রিপশনে লেখা সব ওষুধের নাম চিনতে পারবে। প্রেসক্রিপশনের ছবি তুলে নিলেই তা পড়ে দিতে পারবে গুগলের স্পেশাল ফিচার।

এই মুহূর্তে এই ফিচার নিয়ে পরীক্ষামূলক কাজ করছে গুগল। শিগগির এই ফিচার চালু হবে বলেই মনে করা হচ্ছে। তবে শুরুতে শুধু ইংরেজিতেই পাওয়া যাবে প্রেসক্রিপশনের লেখা। এরপর বিশ্বের বিভিন্ন দেশের ভাষাও যুক্ত করা হবে বলে জানিয়েছে টেক জায়ান্ট গুগল।

সূত্র: টেকক্রাঞ্চ

ব্রেকিং নিউজ