এবার ধান কেটে দিলো কৃষক লীগ
শরীফ শাওন ডাসার (মাদারীপুর) প্রতিনিধি।মাদারীপুরের ডাসারের কাজীবাকাই ইউনিয়নের পূর্ব খান্দুলীর কৃষক সিরাজ পালোয়ানের ধান কেটে ঘরে তুলে দিলেন কৃষকলীগ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় কৃষক লীগের কর্মসূচী হিসেবে ডাসার উপজেলা আওয়ামী কৃষক লীগের নেতা কর্মীরা অসহায় কৃষকের ধান কেটে দেয়।
শ্রমিক সংকটে পড়ে কৃষকের যখন মাথায় হাত ঠিক তখনই অসহায় কৃষকের পাশে এসে দাড়ালো ডাসার উপজেলা আওয়ামী কৃষক লীগ।
ঝড়-বৃষ্টিতে ফসল কিভাবে ঘরে তুলবে এই নিয়ে যখন চিন্তিত সাধারণ খেটে খাওয়া কৃষক তখন পাশে এসে দাড়ালো কৃষকলীগ।
মঙ্গলবার (৯ মে) উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব খান্দুলী গ্রামের কৃষক সিরাজ পালোয়ানের প্রায় ৩০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয় কৃষকলীগ।
কৃষক সিরাজ পালোয়ান ডাসার উপজেলা কৃষক লীগ নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সামনে যে দূর্যোগ আসছে তাতে আমি খুবই চিন্তিত ছিলাম কিভাবে আমি এই ধান ঘরে তুলবো কারন একদিকে শ্রমিক সংকট অপর দিকে ঘূর্নিঝড়ের চোখ রাঙ্গানী সব মিলিয়ে আমি খুবই হতাসায় ভূগতে ছিলাম হটাৎ করে কৃষকলীগ আমাকে যে উপকার করলো তাতে আমার বেশ উপকার হলো আমি উপজেলা কৃষকলীগের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রী কমিটি সদস্য ইলিয়াস শরীফ বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমরা ডাসার উপজেলা কৃষকলীগ কমিটির সকল সদস্যদের নিয়ে প্রান্তিক কৃষকের ধান আজ আমরা কেটে দিয়ে ঘরে পৌছে দিলাম এবং আমি খুবই আনন্দিত একজন মানুষকে উপকার করতে পেরে।
যেসব কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না, তারা আমাদের খবর দিলে আমরা ধান কেটে দিব।
ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন মীর সুজন বলেন অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা। আমি ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছি তারা নিজ উদ্যোগে নিজেদের এলাকার অসহায় কৃষকের পাশে দাঁড়ানোর। আমার ডাসার উপজেলার সকল কৃসকের উদ্দেশ্য বলতে চাই যে সকল কৃষক অসহায় তারা ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- দপ্তর সম্পাদক শরীফ শাওন কে জানালে আমরা চেষ্টা করব তার ধান কেটে বাড়ি তুলে দেওয়ার জন্য।
ডাসার উপজেলা কৃষকলীগের যুগ্ম- আহবায়ক শরীফ খায়রুল আলম মুকুল বলেন, গনতন্ত্রের মানষকন্যা জননেত্রী শেখ হাসিনার সংগঠন বাংলাদেশ কৃষকলীগ সেই সংগঠনকে নির্দেশ দিয়েছেন অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার জন্য তাই আমরা কেন্দ্রীয় কৃষকলীগের দিক নির্দেশনায় আজকে আমরা সিরাজ পালোয়ানের ৩০ শতাংশ জমির ধান কেটে ঘরে পৌছে দিলাম আমাদের সাথে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক ইলিয়াস শরীফ তাকেও ধন্যবাদ জানাই আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য।
এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম- আহবায়ক হেমায়েত হোসেন খান, যুগ্ম- আহবায়ক সিদ্দিকুর রহমান টুন্নু, ডাসার ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মোঃ রতন সরদার, নবগ্রাম ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক অসিম ভৌমিক, সাধারণ সম্পাদক মিন্টু তালুকদার, সদস্য সৈয়দ ফিরোজ মিয়া, সদস্য দুলাল তালুকদার ও চেয়ারম্যান নবগ্রাম ইউনিয়ন, এবং মোঃ খলিলুর রহমান, সদস্য জেলা কৃষকলীগ।
আপনার মতামত লিখুন :