এলপিজি সিলিন্ডারের দাম পুনর্নিধারণ - সময়কাল

এলপিজি সিলিন্ডারের দাম পুনর্নিধারণ


admin-abbas প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২১, ৯:৫৫ অপরাহ্ণ / ১৭
এলপিজি সিলিন্ডারের দাম পুনর্নিধারণ

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য পুনর্নিধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১২২৮ টাকা। গত মাসে এর দাম বাড়িয়ে করা হয়েছিল ১৩১৩ টাকা।

বিইআরসি আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমায় বাংলাদেশেও দাম সমন্বয় করা হয়েছে। এতে ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ৮৫ টাকা।

এর আগে গত ৪ নভেম্বর এলপিজির দাম বাড়িয়েছিল বিইআরসি। তখন ১২ কেজির সিলিন্ডারে ৫৪ টাকা দাম বাড়ানো হয়।

গত এপ্রিল মাসে বিইআরসি এলপিজির দাম নির্ধারণ করা শুরু করে। তখন এক সিলিন্ডার গ্যাসের দাম ছিল ৯৭৫ টাকা। এরপর গত মাস পর্যন্ত পাঁচ বার দাম বাড়ানো হয়।

রান্না পাশাপাশি গাড়িতেও এলপিজি ব্যবহার করা হয়। গাড়িতে ব্যবহার করা এলপিজি ‘অটোগ্যাস’ নামে পরিচিত। এর দামও এবার কমানো হয়েছে। ভ্যাট ও ট্যাক্সসহ প্রতি কেজি অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ টাকা ২৪ পয়সা। গত মাসে এর দাম ছিল ৬১ টাকা ১৮ পয়সা।

ব্রেকিং নিউজ