কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। ইতোমধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসেছেন নেতাকর্মীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার সুস্পষ্ট ঘোষণা। এর পর থেকে বাঙালি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। মুক্তিযোদ্ধারা একে একে মারা যাচ্ছেন। কিন্তু বাংলাদেশ আছে এবং থাকবে। শেখ হাসিনার নেতৃত্ব উন্নয়নের এই বাংলাদেশ আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একমাত্র শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এটি সম্ভব হয়েছে।
দেশের উন্নয়ন শান্তির জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি এসে পৌঁছাননি। তবে তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখার কথা রয়েছে।
এ ছাড়া অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় নেতা মাহবুবউল আলম হানিফ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সিরাজুল মোস্তফা, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আমিনুল ইসলাম আমিনসহ একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত রয়েছেন।
আপনার মতামত লিখুন :