কলাপাড়ায় র‌্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী আটক - সময়কাল

কলাপাড়ায় র‌্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী আটক


admin-abbas প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২১, ৮:৪২ অপরাহ্ণ / ৯০
কলাপাড়ায় র‌্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী আটক

পটুয়াখালীর কলাপাড়ায় র‌্যাব-৮’র সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. রুবেল হাওলাদার (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। গোপন সংবাদের ভিক্তিতে সোমবার রাতে উপজেলার মহিপুরের ইউনিয়নের আজিমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতাকৃত রুবেল ওই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের মো.সেলিম হাওলাদার পুত্র। সে এলাকায় দীর্ঘ দিন ধরে ইয়াবা ক্রয় ও বিক্রয় করে আসছে। তাকে ইয়াবাসহ মহিপুর থানায় হস্তানান্তর করা হয়েছে বলে র‌্যাব-৮ সূত্রে জানা গেছে।

মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, র‌্যাবের হাতে মাদকসহ আটক হওয়া আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বলে তিনি জানিয়েছেন।

ব্রেকিং নিউজ