কাছে আসেননি স্বজনরা, লাশ দাফন করল যুবলীগ - সময়কাল

কাছে আসেননি স্বজনরা, লাশ দাফন করল যুবলীগ


admin-abbas প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২১, ৩:৪৬ অপরাহ্ণ / ৭৫
কাছে আসেননি স্বজনরা, লাশ দাফন করল যুবলীগ

কুমিল্লার মুরাদনগরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত এক নারী লাশ দাফনে এগিয়ে আসেননি স্বজনরা। পরে খবর পেয়ে ওই লাশ দাফনে এগিয়ে এসেছেন হ্যালো যুবলীগ টিমের সদস্যরা।

রোববার উপজেলার দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দীঘিরপাড় এলাকার শামসুল খান ও  আমিনা খাতুন  (৫৫) ছিলেন নিঃসন্তান দম্পতি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আমিনা খাতুন রোববার সকালে মারা যান।

মারা যাওয়ার পর লাশ দাফনে এগিয়ে আসেননি স্বজন ও প্রতিবেশীরা। হটলাইনে ফোন পেয়ে লাশ দাফনে এগিয়ে আসেন বাঙ্গরাবাজার থানা যুবলীগের আহ্বায়ক নাইউম খান ও যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ নজরুলসহ তাদের গঠন করা হ্যালো যুবলীগ টিমের সদস্যরা।

যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ নজরুল বলেন, এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএর নির্দেশনায় করোনার এই মহামারিতে আমরা গঠন করেছি— হ্যালো যুবলীগ টিম। এই টিমের সদস্যরা করোনায় আক্রান্ত ব্যক্তিদের দাফন-কাফনসহ দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়ে আসছে। তার ধারাবাহিকতায় রোবাবর সকালে আমিনা খাতুন নামে করোনায় আক্রান্ত এক নারীর লাশ দাফন সম্পূর্ণ করেছি।

 

ব্রেকিং নিউজ