কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ - সময়কাল

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ


admin-abbas প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২১, ২:১৩ অপরাহ্ণ / ২৭
কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে একটি প্রাইভেট হাসপাতালে নার্সের ভুল চিকিৎসায় একদিনের নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গিয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) রাতে পৌর শহরের জগন্নাথপুর এলাকায় মা ও শিশু জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এ সময় শিশু সন্তানকে হারিয়ে হাসপাতালের সামনে মা ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এদিকে ঘটনার পরপরই একটি পক্ষ বিষয়টি ধামা চাপা দিতে তৎপর হয়ে উঠে।

জানা যায়, উপজেলার আগানগর ইউনিয়নের রাধানগর গ্রামের মানিক মিয়ার স্ত্রী সোমবার সকালে একটি ছেলে সন্তানের জন্ম দেয়। জন্মের পর থেকেই নবজাতকের কান্না কিছুতেই থামছিল না।

শিশুটির কান্না থামাতে না পেরে সন্ধায় শিশুটিকে মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত নার্স শিশুটিকে অক্সিজিনের ব্যবস্থা করে একটি ইনজেকশন পুশ করে।

স্বজনদের দাবি ইনজেকশন পুশ করার ৩০ মিনিটের মধ্যেই শিশুটির নাক মুখ দিয়ে রক্ত বেড় হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে নার্সদের দাবি ৩ ঘন্টা পর শিশুটি মারা যায়। তবে এই ঘটনার পর অভিযুক্ত নার্স ও হাসপাতালের কতৃপক্ষ কাউকেই রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করেও পাত্তয়া যায়নি। আর বিষয়টি নিহত শিশুটির পরিবারসহ সাংবাদিকদের সাথে আপোষ মিমাংসার চেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল।

হাসপাতালের ম্যানেজার সাইদুর রহমান বলেন, ভূমিষ্ঠ হত্তয়ার পর থেকে নবজাতকের কান্না থামছিল না তাই তার স্বজনরা সন্ধায় হাসপাতালে ভর্তি করে। পরে তাকে অক্সিজেন দেওয়া হয়। তাকে একটি এন্টিবায়োটিক ইজেকশন পুশ করার ৩ ঘণ্টা পর শিশুটি মারা যায়। এখানে কোন ভুল চিকিৎসা করা হয়নি। নবজাতকটি উপজেলার আগানগর ইউনিয়নের রাধানগর গ্রামের মানিক মিয়ার সন্তান।

ব্রেকিং নিউজ