বন্ধুদের সাথে নৌ ভ্রমণে বেড়িয়ে বরিশালের কীর্তনখোলা নদীতে নিখোঁজ হয়েছে ফাহাদ নামের এক স্কুলছাত্র। বরিশাল নগর লাগোয়া নদীতে শুক্রবার বিকেলে সে বন্ধুদের সাথে ট্রলারে ঘুরছিল। ট্রলারটি স্পীডবোট ঘাট থেকে কিছুটা দুরে অবস্থানকালে স্কুলছাত্র নদীতে পড়ে যায়। তাকে উদ্ধারে নদীতে নেমে ব্যর্থ হয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি এবং কোস্টগার্ডের টিম। রাত সাড়ে ৮টা এ রিপোর্ট লেখা পর্যন্ত স্কুলছাত্রকে জীবত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ ফাহাদ শহরের জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
বরিশাল স্পীডবোট মালিক সমিতির লাইন সম্পাদক শাহ মো. তারেক জানান, ১২ বন্ধু একটি ট্রলার নিয়ে নদীতে ঘুরছিলেন। স্পীডবোট ঘাট থেকে কিছুটা দুরে ট্রলারটি অবস্থানকালে স্কুলছাত্র পা ফসকে নদীতে পড়ে যায়। খবর পেয়ে নদীতে উদ্ধার অভিযানে নেমেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি এবং কোস্টগার্ডের টিম।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, স্কুলছাত্রের সন্ধানে তাদের ডুবুরিরা সোয়া ৫ টা থেকে দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েছে। কিন্তু স্কুলছাত্রকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি। আগামীকাল শনিবার সকালে তাদের ডুবুবি টিম আবারও স্কুলছাত্রের সন্ধানে নদীতে নামবে।’
আপনার মতামত লিখুন :