শোকাবহ আগস্টের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কুড়িগ্রাম সরকারি কলেজে বঙ্গবন্ধুর স্মৃতি সামনে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপিত রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন এর নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা প্রজ্বলিত মোমবাতি হাতে জড়ো হন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোলায়মান গাদ্দাফি, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুজ্জামান কাজল সহ কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার বিভিন্ন বিভাগের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।