ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রান সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ১০:২৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
পটুয়াখালীর গলাচিপায় পানপট্টিতে রেমাল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রান সামগ্রী বিতরণ করেন জেলা রেডক্রিসেন্ট সোসাইটি কতৃপক্ষ।
রোজ সোমবার ২৪ জুন বিকালে গলাচিপা উপজেলার পানপট্টি খরিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পাঁচ শত ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।গলাচিপা উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটির আয়োজনে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক পরিচালনা ও সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক আধ্যাপক মো:দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি মোঃ ফারুক হোসেন ইউনিট লেভেল অফিসার পটুয়াখালী, পানপট্রি ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ রানা , যুব প্রধান মোঃ যুবায়েত হোসেন নাসিম, মোঃফিরোজ মাহমুদ টিম লিডার গলাচিপা উপজেলা, মোঃ শাহিন আহমেদ টিম লিডার রাঙ্গাবালী উপজেলা, এ সময় আরো উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী ও গলাচিপা উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর সকল সদস্য সহ উপকারভোগীরা।