চলমান ‘কঠোরতম’ বিধিনিষেধের মধ্যে শ্রমিকদের ঢাকা আসার সুবিধার্থে কয়েক ঘণ্টার জন্য লঞ্চ চলাচল শুরু হয়েছে। ব্যবসায়ীদের অনুরোধে ১ আগস্ট থেকে শিল্ল কারখানা চালুর অনুমতি দিয়েছে সরকার।
এই খবর প্রকাশের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামুখী হয়েছেন শ্রমিকরা। গণপরিবহন বন্ধ থাকায় ভ্যান–রিকশাসহ নানাভাবে ঢাকা আসছেন তারা।
রাত ৮টার দিকে বিআইডব্লিউটিএ–এর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এই মুহূর্ত থেকে আগামীকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হয়েছে।’
আপনার মতামত লিখুন :