বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দেয়া কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জাগো নিউজকে বলেন, ‘ছাত্রলীগ এবং সাধারণ জনগণ দেশের সব জায়গায় এই কর্মসূচি শক্ত হাতে প্রতিহত করবে।’
এর আগে ১৫ আগস্ট এক বিবৃতিতে খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (১৭ আগস্ট) দেশের সব সাংগঠনিক উপজেলা, থানা, পৌর ও কলেজ ইউনিটে খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
এ কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে লেখক ভট্টাচার্য বলেন, ‘খালেদা জিয়ার একাধিক জন্মদিনের কথা আমরা জানি। ১৫ আগস্ট যে তার জন্মদিন না, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। রাষ্ট্রীয় শোক দিবসে কারো জন্মদিন থেকে থাকলেও তা উদযাপন করার সুযোগ নেই।’
ছাত্রদলের কর্মসূচি প্রসঙ্গে লেখক বলেন, ‘ছাত্রদল যেখানেই এই জন্মদিন উদযাপন করতে যাক, ছাত্রলীগ তা ছাত্র সমাজ এবং সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।’
আপনার মতামত লিখুন :