গলাচিপায় এসএসসি/সমমানের পরীক্ষার মত বিনিময় সভা। - সময়কাল

গলাচিপায় এসএসসি/সমমানের পরীক্ষার মত বিনিময় সভা।


admin-abbas প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৩, ৭:৪৫ অপরাহ্ণ /
গলাচিপায় এসএসসি/সমমানের পরীক্ষার মত বিনিময় সভা।

গলাচিপায় এসএসসি/সমমানের পরীক্ষার মত বিনিময় সভা।

মিঠুন পাল, (পটুয়াখালী) থেকে:আগামী ৩০শে এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। সেলক্ষে গলাচিপা উপজেলার সকল মাধ্যমিক, দাখিল, কারিগরি পাবলিক পরীক্ষা/২৩ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুপার সহ পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে বুধবার বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা নিয়ন্ত্রণের ভারপ্রাপ্ত অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। সদস্য সচিব হিসেবে সঞ্চালনা ও পরীক্ষা শান্তিপূর্ণ আইন‌ অনুযায়ী নির্দেশাবলী বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা। এছাড়া বক্তব্য রাখেন গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হালিম মিয়া, আটখালি স্কুলের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় সহ বিভিন্ন মাদ্রাসার সুপারগণ। পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হাসান মিল্টন। সভার সভাপতি বলেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, কোন দায়িত্ব অবহেলা বা অনিয়ম কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সকল আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ব্রেকিং নিউজ