গলাচিপায় আগুনে পুড়ে ১০ দোকান ছাই অর্ধকোটি টাকার ক্ষতি - সময়কাল

গলাচিপায় আগুনে পুড়ে ১০ দোকান ছাই অর্ধকোটি টাকার ক্ষতি


admin-abbas প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২১, ১:২২ পূর্বাহ্ণ / ৮৯
গলাচিপায় আগুনে পুড়ে ১০ দোকান ছাই অর্ধকোটি টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি মিঠুন পাল, (পটুয়াখালী) গলাচিপার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডে ১০টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপেক্ষে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। শুক্রবার গভীর রাতে ওই এলাকার মিজানুরের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন নলুয়াবাগীর বাসিন্দা সাংগঠনিক ইউনিয়ন যুবলীগ এর সাধারণ মানুষ মোঃশাহআলম। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে সরকারি খাদ্য সামগ্রী বিতরন করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, গলাচিপা উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃআলমগীর হোসেন, নলুয়াবাগী সাংগঠনিক ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি মুজিবুল হক, সাধারন সম্পাদক মোঃছগির আহমেদ,গলাচিপা উপজেলা যুবলীগ এর দপ্তর সম্পাদক মোঃখলিলুর রহমান সহ স্থানীয় আওয়ামীলিগ,যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠন এর নেতৃবৃন্দ। এসব তথ্য জানাগেছে। নলুয়াবাগী এলাকার মোঃশাহআলম জানান, গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী হাইস্কুলের দক্ষিণ পাশের মার্কেটে শুক্রবার রাতে হঠাৎ আগুনের শিখা দেখে এলাকাবাসী ছুটে আসেন। গভীর রাত হওয়ায় এলাকার লোকজন আসতে একটু দেরি হয়। কিন্তু তিন ঘণ্টায় ওই মার্কেটের দশটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে ইদ্রিস প্যাদার মুদি দোকান ও বসত ঘর, শাহ আলম প্যাদার ওষুদের দোকান, হালেম প্যাদার মুদি দোকান, মিজানুর প্যাদার কাপড়ের দোকান, কালাম সিকদারের মুদি দোকান, পরি বেগমের ট্রেইলার্স, নাসির গাজীর রেস্টুরেন্ট, লোকমান খার মুদি দোকান ও ইসা খার চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীরা বিভিন্নভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, শনিবার বিকেলে আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে সরকারি খাদ্য সামগ্রী বিতরন করি।প্রয়োজনীয় সহায়তা করার চেষ্টা করা হবে।

ব্রেকিং নিউজ