গলাচিপায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২২ পালিত - সময়কাল

গলাচিপায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২২ পালিত


admin-abbas প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২২, ৪:৩৩ অপরাহ্ণ / ৫৪
গলাচিপায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২২ পালিত

 

মু. জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী) 

বিনা খরচেনিন আইনি সহায়তা“শেখ হাসিনা সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই প্রতিপাদ্যোর আলোকে, গলাচিপা সিনিয়র জুডিসিয়াল বিচারক আদালতে বৃহস্পতিবার সকাল ১০টায়
জাতীয় আইনগত সহায়তা দিবস/২২ পালিত হয়। উপজেলা জুডিসিয়ল সিনিয়র বিচারক মো. মামুনুর রহমানের উপস্থিতিতে ব্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আলোকে র‍্যালি সহ উপস্থিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাক এর সহকারী অফিসার মুন্সি ফারুক হোসেন, পুলিশ প্রতিনিধি (জি, আর ও) ও প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন সহ আইন জীবি মহরা প্রতিনিধি সহ সামাজিক নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গরীব আসহায় ও আর্থিক দৈন্যতা পরিবারদের আইনি সুবিধা প্রদানের জন্য সরাকারের নানা বিধ পদক্ষেপ গুলো নিয়ে বিস্থারিত
আলোচানা হয়।

ব্রেকিং নিউজ