মু. জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী)
বিনা খরচেনিন আইনি সহায়তা“শেখ হাসিনা সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই প্রতিপাদ্যোর আলোকে, গলাচিপা সিনিয়র জুডিসিয়াল বিচারক আদালতে বৃহস্পতিবার সকাল ১০টায়
জাতীয় আইনগত সহায়তা দিবস/২২ পালিত হয়। উপজেলা জুডিসিয়ল সিনিয়র বিচারক মো. মামুনুর রহমানের উপস্থিতিতে ব্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আলোকে র্যালি সহ উপস্থিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাক এর সহকারী অফিসার মুন্সি ফারুক হোসেন, পুলিশ প্রতিনিধি (জি, আর ও) ও প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন সহ আইন জীবি মহরা প্রতিনিধি সহ সামাজিক নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গরীব আসহায় ও আর্থিক দৈন্যতা পরিবারদের আইনি সুবিধা প্রদানের জন্য সরাকারের নানা বিধ পদক্ষেপ গুলো নিয়ে বিস্থারিত
আলোচানা হয়।
আপনার মতামত লিখুন :