মিঠুন পাল (পটুয়াখালী)বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ এর আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে ২৯শে আগস্ট রবিবার সকাল ১১ টায় ২০২১-২২ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ পুকুরে ও বিভিন্ন মৎস্য চাষীদের মধ্যে ৪৫০ কেজি মাছ বিতরণ করেন।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, অফিসার ইনচার্জ মোঃ এম আর শওকত আনোয়ার, উপজেলা আওয়ামী লীগ এর সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন সহ মৎস্য অফিসের স্টাফ গন ও সাংবাদিক বৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :