গলাচিপায় ডিজিটাল দাখিলা কর্যক্রমের উদ্বোধনে এসএম শাহাজাদা এমপি - সময়কাল

গলাচিপায় ডিজিটাল দাখিলা কর্যক্রমের উদ্বোধনে এসএম শাহাজাদা এমপি


admin-abbas প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২১, ১১:৩৪ অপরাহ্ণ / ৯৭
গলাচিপায় ডিজিটাল দাখিলা কর্যক্রমের উদ্বোধনে এসএম শাহাজাদা এমপি

 মিঠুন পাল। পটুয়াখালী গলাচিপা উপজেলায় ভুমির জটিলতা নিরসনে অন-লাইনের মাধ্যমে ডিজিটাল দাখিলা প্রদান এর শুভ উদ্বোধন ঘোষণা করেন পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা)আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা ( এমপি)। ২০ আগস্ট সকাল দশটায় গলাচিপা উপজেলা মিলনায়তনে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূৃমী) মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির মাসিক সভার আয়োজন করা হয়েছে এবং অন-লাইনে ভুমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে ডিজিটাল দাখিলা প্রদান করা হয়।এ কার্যক্রমের মাধ্যমে দাখিলা সংগ্রহে গ্রহক সেবায় স্বচ্ছতার সাথে জটিলতা নিরসনের অগ্রামী ভুমিকা রাখবে। এ উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু.সাহিন শাহ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা টিটো,থানা অফিসার্স ইনচার্জ এম আর শওকত আনোয়ার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের কর্মীরা।

ব্রেকিং নিউজ