গলাচিপায় দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর থেকে খামারীদের মাঝে গোখাদ্য বিতরণ! - সময়কাল

গলাচিপায় দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর থেকে খামারীদের মাঝে গোখাদ্য বিতরণ!


admin-abbas প্রকাশের সময় : আগস্ট ২, ২০২১, ৭:০৩ অপরাহ্ণ / ২১২
গলাচিপায় দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর থেকে খামারীদের মাঝে গোখাদ্য বিতরণ!
মিঠুন পাল গলাচিপা উপজেলার দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর থেকে ২’শত ৪২ জন খামারীদের মাঝে গোখাদ্য বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা এসএম  দেলোয়ার হোসাইন জানান, চলমান প্রকৃতিক  দূর্যোগ ও করোনাকালীন সময়ে উপজেলার গরু খামারীদের মাঝে জন প্রতি ৩১’শত টাকার গোখাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।                                                        তিনি আরো জানান দূর্যোগ ও ব্যাবস্থাপনা অধিদপ্তর থেকে বর্তমান সরকারের চিন্তাভাবনায় গলাচিপা উপজেলায় ৭ লক্ষ ৫০ হাজার টাকার বরাদ্দের , এ গোখাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
ব্রেকিং নিউজ