গলাচিপায় দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর থেকে খামারীদের মাঝে গোখাদ্য বিতরণ!
admin-abbas
প্রকাশের সময় : আগস্ট ২, ২০২১, ৭:০৩ অপরাহ্ণ /
২১২
মিঠুন পাল গলাচিপা উপজেলার দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর থেকে ২’শত ৪২ জন খামারীদের মাঝে গোখাদ্য বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন জানান, চলমান প্রকৃতিক দূর্যোগ ও করোনাকালীন সময়ে উপজেলার গরু খামারীদের মাঝে জন প্রতি ৩১’শত টাকার গোখাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান দূর্যোগ ও ব্যাবস্থাপনা অধিদপ্তর থেকে বর্তমান সরকারের চিন্তাভাবনায় গলাচিপা উপজেলায় ৭ লক্ষ ৫০ হাজার টাকার বরাদ্দের , এ গোখাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
নিউজটি পড়েছেন 10
আপনার মতামত লিখুন :