মিঠুন পাল।পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন এর আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯১ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় গলাচিপা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি ও বে-সরকারি দপ্তরের কর্মকর্তা, জণপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ। এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার কর্মময় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষদ আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :