মিঠুন পাল , পটুয়াখালী।বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে যে প্রতিষ্ঠান দেশের শতভাগ বিদ্যুৎয়ানে ঘরে ঘরে বিদ্যুৎ প্রদান দেশের জন্য এক বিরাট অর্জন। দেশের মুক্তির উৎসব ও সূর্বন্য জয়ন্তীতে গলাচিপা উপজেলা প্রশাসনের ৩ (তিন) দিন ব্যাপি উৎসব মেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের যাবতীয় উন্নয়ন স্টল দিয়ে মানুষকে সরকারের সাফল্য নিয়ে যে উৎসব প্রদর্শন হয়েছে সে বিষযে উপজেলা প্রশাসন নিরাপেক্ষ ভাবে ২৭ টি দপ্তরের মধ্যে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি গলাচিপা জোনাল অফিস কে বিশ্লেষণ পূর্বক এবং বিচারকদের মতামতের ভিত্তিতে
প্রথম স্থান যোগাযোগ রাস্তা ঘাট, পুল, কাল ভার্ট, ও অবকাঠামো উন্নয়োনে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের গলাচিপা উপজেলা প্রকৌশলী ( এল জি ইডি) অধিদপ্তরকে ২য় স্থান এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে জন্য তৃতীয় স্থানে ভূষিত করে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরতস্কার বিতরন করেন গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার পটুয়াখালী-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা
এস এম শাহজাদা, বিশেষ অতিথি হিসাবে ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মু.শাহিন শাহ, মুক্তির উৎসব ও সূর্বন্য জয়ন্তী মেলার সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা সুদক্ষ্য নির্বাহী অফিসার আশিষ কুমার । অনুষ্ঠানের পুরস্কার বিতরনের সময় প্রথম বিজয়ী ও পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা জোনাল অফিসের ডি জি এম প্রকৌশলী মাঈউদ্দিন আহম্মেদ ও এ জি এম মেহেদী হাসান ক্রেস্ট গ্রহন করেন। ২য় বিজয়ী (এল জি ইডি) প্রকৌশলী মো.জাহাঙ্গীর আলম, তৃতীয় বিজয়ী প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম পুরস্কার গ্রহন করেন। অংশ গ্রহন কারী সকল সরকারী প্রতিষ্ঠানকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের নানা বিধ কুইজ চিত্রাঙ্কন সহ রচনা প্রতিযোগিদের বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। মুক্তির উৎসব ও সূর্বন্য জয়ন্তী মেলায় পুরস্কার প্রাপ্তদের শুভেচ্ছা জানিয়েছে গলাচিপা প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন সহ সাধারণ সম্পাদক মো: সোহাগ রহমান, গণকন্ঠ পত্রিকার সাংবাদিক মু. জুয়েল, মিঠুন পাল সহ, বিভিন্ন সংবাদ কর্মীবৃন্দ সহ সরকারী দপ্তরের কর্মকর্তা ও ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন
##
আপনার মতামত লিখুন :