জেলা প্রতনিধিঃ মিঠুন পাল,“নিরাপদ মাছে ভরবো দেশ মুজিববর্ষে বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় ২ শত ১৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর ১২ টা উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া খাস খালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদীসহ মৎস্য অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা- কর্মচারী,সদর ইউনিয়নের স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী বৃন্দ প্রমুখ।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, রাজস্ব বাজেটের আওতায় আমরা ৫০ হাজার টাকা বরাদ্দ পেয়েছি। এ টাকা দিয়ে আমরা ২ শত ১৪ কেজি মাছ অবমুক্ত করেছি এবং এর মাধ্যমে মাছ বড় হলে স্থানীয় জেলেরা এর সুফল পাবে।
আপনার মতামত লিখুন :