গলাচিপায় যুবসমাজের উদ্যোগে "তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত - সময়কাল

গলাচিপায় যুবসমাজের উদ্যোগে “তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত


admin-abbas প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২২, ৩:৫৬ অপরাহ্ণ / ৬৭
গলাচিপায় যুবসমাজের উদ্যোগে “তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

মিঠুন পাল , পটুয়াখালী।পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৬নং ডাকুয়া ইউনিয়নে প্রতিবছরের ন্যায় জি. এম ট্রেড ইন্টারন্যাশনাল ও জারিফ কর্পোরেশন এর স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবী নদী প্রেমী “নোঙর” বাংলাদেশ এর পটুয়াখালী জেলা শাখার অন্যতম সদস্য মোঃ গিয়াস উদ্দিন ( জুলহাস) এর সার্বিক সহযোগীতায় ১৫ মার্চ মোঙ্গলবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার পূর্ব- পাড়ডাকুয়ায় সন্ধায় ইসলামিক বয়ানের মধ্য দিয়ে সরকারী প্রাথমিক বিদ্যালেয়র মাঠে আদর্শ ছাত্র ও যুবসমাজের উদ্যোগে “তাফসিরুল কোরআন মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে বিশিষ্ট সমাজসেবী ও প্রতিষ্ঠিত ব্যাবসায়ী মোঃ গিয়াস উদ্দিন জুলহাস এর সভাপতিত্বে প্রাধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ্। বিশেষ অতিথি মহাফেজ মোহাম্মদ আমির হোসেন জিহাদি, মহতামিম খারুজ্জমা চৌধুরী বাড়ি নূরানী ও হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা, হযরত মাওলানা: মোহাম্মদ উলিউল ইসলাম সালেহী, সিনিয়র আরবী প্রভাষক খান কায়ে সালেহীয়া কমপ্লেক্স আমরা গাছিয়া।

আদর্শ ছাত্র ও যুবসমাজের উদ্যোগে “তাফসিরুল কোরআন মাহফিল” আয়োজনে জেলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিশু ও নানান বয়সের ধর্মপ্রাণ মুছল্লীগন সহ যুবসমাজ তাফসিরুল কোরআন মাহফিলে অংশ গ্রহন করেন।

মাহফিল আয়োজনের বিষয়ে জি. এম ট্রেড ইন্টারন্যাশনাল ও জারিফ কর্পোরেশন এর স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবী নদী প্রেমী “নোঙর” বাংলাদেশ এর পটুয়াখালী জেলা শাখার অন্যতম সদস্য মোঃ গিয়াস উদ্দিন ( জুলহাস) বলেন, বর্তমান যুবসমাজের তরুন প্রজন্মের আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমান সময়ে তারা নানান দিকে বিপদ গ্রস্ত হচ্ছে, আমি মনে করে সর্বসকলের সহযোগীতায় ইসলাম শান্তির পথে ফিড়িয়ে আনতে পারলে সমাজে অনেক বিপদগ্রস্ত পরিবার বর্তমান এবং আখিরাত শান্তি পাবেন বলেই, প্রতিবছরেই এই তাফসিরুল কোরআন মাহফিল এর আয়োজন।

এছাড়া জি. এম ট্রেড ইন্টারন্যাশনাল ও জারিফ কর্পোরেশন এর মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন মাউলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি গলাচিপা উপজেলা ইমাম পরিষদ।

##
জেলা প্রতিনিধি মিঠুন পাল, পটুয়াখালী।

ব্রেকিং নিউজ