গলাচিপায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা। - সময়কাল

গলাচিপায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা।


admin-abbas প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২১, ৭:৫৬ অপরাহ্ণ / ৭৩
গলাচিপায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা।

মিঠুন পাল,গলাচিপায় আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রস্তুতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।সভায় সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা,গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু.নিজাম উদ্দিন,আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয়,কালারাজা হাট হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মু.মিজানুর রহমান,বাদুরাহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু.জসিম উদ্দিন,রতনদি তারতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাকির হোসেন ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিল্টন ।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাকংন প্রতিযোগিতার অয়োজন করতে হবে।কোমলমতি শিক্ষার্থীদের মুক্তিযুেদ্ধর চেতনায় উদ্বুদ্ভ হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা মন্ত্রনালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গাইড লাইন অনুসরন করে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে।করোনা মহামারির কারনে দীর্ঘ ১৭ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুর্বল হয়ে পড়েছে।কোমলমতি শিক্ষার্থীদের সাথে বন্ধু সুলভ আচরন করে আনন্দের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে।সভায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রদিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।।

ব্রেকিং নিউজ