গলাচিপায় হতদরিদ্র আঃ খালেক এর পাশে মানব কল্যাণ সংস্থা জি.এম.কে.এস
মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী।৩ মার্চ শক্রবার বিকাল চার টার সময়, গলাচিপা উপজেলাধীন বকুলবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অসহায় হতদরিদ্র আঃ খালেক খান কে ৬ মাসের চিকিৎসা খরচ এবং রমজানের ইফতার সামগ্রী ক্রায়ের জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করলেন, গলাচিপা মানব কল্যাণ সংস্থা-(GMKS) জি,এমকে,এস)।
পরিবার সূত্রে জানা যায়, আঃ খালেক খান, ২০১৯ইং সালে স্টক করে তার দুটি হাত ও দুটি পা অকেজো হয়ে যায়, অর্থাৎ নিজ শক্তিতে তিনি চলাফেরা করতে পারেন না। দীর্ঘ চার বছর অসুস্থ হয়ে মানবতার জীবনযাপন করে দিন পার করছেন। বিষয়টি মানব কল্যাণ সংস্থা-GMKS- (জি,এম,জি,কে,এস) এর গলাচিপা উপজেলার একঝাক তরুণ মেধাবী কর্মীদের নজরে আসলে মানবতার হাত বারিয়ে দেন এই সংস্থাটি। আরো জানা যায়, তার কোন ছেলে নাই। শুধু এক মেয়ে। তার মাসিক চিকিৎসা খরচ অনেক ব্যয় বহুল যা পরিবারের বহন করা সম্ভব নয়।
এবিষয়ে মানব কল্যাণ সংস্থা-Gmks (জি,এম,কে,এস) এর কর্ণধাররা বলেন, আসলে মানুষ’তো মানুষের জন্য এটাই আমাদের মূল লক্ষ এবং উদ্দেশ্য। তাই নিঃস্বার্থ ভাবে অসহায় ও দরিদ্র মানুষের মুখে একটু হাসি ফোটা তে গলাচিপা মানব কল্যাণ সংস্থা- (GMKS) এর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারা নিঃস্বার্থ ভাবে মানব সেবায় কাজ করে যাচ্ছে। তাছাড়া এসব দানের উসিলায় মহান আল্লাহ্ আল্লাহ্ আমাদের একটু সেবা করার সুযোগ দিয়েছেন এতেই আমরা অনেক আনন্দীত। তাছাড়া সমাজের সকল উচ্চবিত্তরা অসহায়দের পাশে এগিয়ে আসবেন বলে আমরা বিশ্বাশ করি।
##
আপনার মতামত লিখুন :