জেলা প্রতিনিধিঃ মি ঠুন পাল ,। ২য় পর্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ইং উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮’টি ইউনিয়নের আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত সাধাররণ ইউপি নির্বাচন প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩১অক্টোবর রবিবার বেলা এগারোটার দিকে গলাচিপা সরকারী ডিগ্রী কলেজের অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ আলাউদ্দিন, আঞ্চলিক নির্বাচন অফিসার বরিশাল অঞ্চল (বরিশাল), মোহাম্মদ শহীদুল্লাহ্ ( পিপিএম) পুলিশ সুপার, পটুয়াখালী। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শফিকুল হক। মতবিনিময় অনুষ্ঠানে আঞ্চলিক নির্বাচন কমিশনার নির্বাচন অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, অবাদ ও সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশার এর সকল নীতিমালা অনুসরণ করতে হবে। এছাড়া কোন প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন আচারণ ভঙ্গ করার কোন খবর পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি কঠিন হুশিয়ারী করেন। প্রধান অতিথি মোহাম্মদ কামাল হোসেন বলেন, অবাদ ও সুষ্ঠ নির্বাচন উপহার দেয়ার জন্য সকল জনসাধারণ ও প্রার্থীদের নির্বাচন আচারণ বিধি মেনে চলার পাশাপাশি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীদের সহযোগীতা করার অনুরোধ জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃ শাহীন শাহ্। সভায় উপজেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তা, ১২ টি ইউনিয় পরিষদের চেয়ারম্যান, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি, সহ বিভিন্ন গনমাধ্যম বৃন্দরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :