গলাচিপা উপজেলার নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, সমাজসেবক, আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব মুঃশাহিন শাহ, সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থে উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ রাস্তাঘাট, পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ পরিষদের সকল কাজে সহযোগিতা ও সমতা বজায় রাখার স্বার্থে, সরকারের বিভিন্ন জরীপে, পটুয়াখালী জেলার আট উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মহিউদ্দিন আল হেলাল প্রশাসনিক, উন্নয়ন, সু-শাসন, নির্বাহী আদালতে বিভিন্ন মামলা পরিচালনা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পরীক্ষা সুষ্ঠ অবাধ ও নকল মুক্ত করা সহ শিক্ষার উন্নয়ন, প্রধানমন্ত্রীর উপহার ভূমি ও ঘর বাস্তবায়নে সফলতা সহ নানা পরিসংখ্যান এবং দায়িত্বশীলতার জন্য, জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসেবে স্বীকৃতি বা নির্বাচিত হয়েছেন। উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন শাহ্ এবং ইউএনও কে পরিষদের সকল চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা সংসদ,প্রেস ক্লাব সভাপতি মুঃখালিদ হোসেন মিলটন সহ স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিগন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও কে আন্তরিক ভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। উপজেলা চেয়ারম্যান মুঃশাহিন শাহ্ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল পটুয়াখালী জেলার সুদক্ষ জেলা প্রশাসক মোঃ কুতুবুল আলম মহোদয় সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
প্রকাশক ও সম্পাদক মোঃ দুর্জয় আববাস।,
নির্বাহী সম্পাদকঃ এস এম সরোয়ার ।,ব্যবস্থাপনা সম্পাদকঃ আরিফ