গলাচিপা মহিলা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

গলাচিপা মহিলা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
মিঠুন পাল পটুয়াখালী থেকে।
পটুয়াখালীর গলাচিপা মহিলা ডিগ্রী কলেজ এর ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ মে ২০২৫ রবিবার সকল দশটায় কলেজ মিলনায়তন হল রুমে সভাপতিত্ব করেন, অ্যাড কমিটির সভাপতি ডঃ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অ্যাড হক কমিটির সভাপতি হাজী সিদ্দিকুর রহমান বর্তমান ও শিক্ষা বোর্ডের পরিচালক কর্তৃক সুপারিসকৃত বিদ্যোৎসায়ী সদস্য এডভোকেট জিয়াউর রহমান জিয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ। এসময়ে কলেজের সকল শিক্ষক, অভিভাবক সহ সকল কর্মচারীবৃন্দরাও উপস্থিত ছিলেন।
এসময় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া। “বিদ্যোৎসাহী” সদস্য মনোনীত করায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং গলাচিপা-দশমিনার গণমানুষের নেতা জনাব,মোঃ হাসান মামুন ভাই, পৌর বিএনপি, উপজেলা বিএনপি এবং কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবকবৃন্দসহ মনোনয়ন বোর্ডের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এ্যাডভোকেট ও রাজিতিবিদ মোঃ জিয়াউর রহমান জিয়া।
পরে কলেজের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।