চাটখিলে ফযরের অযু করতে গিয়ে বজ্রপাতে ইউপি সদস্যের স্ত্রীর মৃত্যু - সময়কাল

চাটখিলে ফযরের অযু করতে গিয়ে বজ্রপাতে ইউপি সদস্যের স্ত্রীর মৃত্যু


admin-abbas প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২১, ৫:২৮ অপরাহ্ণ / ৭৫
চাটখিলে ফযরের অযু করতে গিয়ে বজ্রপাতে ইউপি সদস্যের স্ত্রীর মৃত্যু

বাংলাদেশ ইদানীং ব্জ্রপাতে মৃর্ত্যুর সংখ্যা বেড়েই চলেছে। নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে বজ্রপাতে ফৌজিয়া আক্তার মুক্তা (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ফজরের নামাজ পড়তে ওজু করতে গিয়ে পুকুর ঘাটে এ ঘটনা ঘটেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

রোববার ভোরে নোয়াখলা ২নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন বুলবুল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফৌজিয়া আক্তার মুক্তা ওই বাড়ির দেলোয়ার হোসেন বুলবুল মেম্বারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার ভোরে ফজরের নামাজ পড়ে উঠেন ‍মুক্তা। বাইরে বৃষ্টি থাকায় ছাতা নিয়ে ওজু করতে বাড়ির পুকুর ঘাটে যান তিনি। কিছুক্ষণের মধ্যে বজ্রপাত শুরু হলে পুকুর ঘাটে বজ্রপাতের শিকার হয়ে মারা যান মুক্তা। পরে একই বাড়ির আরেক নারী পুকুর ঘাটে এসে মুক্তার লাশ দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের লোকজন এসে লাশটি উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ওজু করতে গিয়ে পুকুর ঘাটে বজ্রপাতের শিকার হয়ে মারা গেছেন বুলবুল মেম্বারের স্ত্রী।

ব্রেকিং নিউজ