তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ে ভাগ্নে বিজয়ী হওয়ায় আনন্দ-উল্লাস করার সময় চুয়াডাঙ্গায় মামার মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইকার উদ্দিন মালিথা (৭২)।
সোমবার (২৯ নভেম্বর) সকালে গ্রামের সকলে মিলে আনন্দ-উল্লাস করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
স্থানীয়রা জানায়, রবিবার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভাগ্নে তোবারক হোসেন। এ খবরে এলাকাবাসীর সাথে আনন্দ-উল্লাসে শরীক হন তোবারকের ছোট মামা বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইকার উদ্দিন মালিথা। সোমবার নিজের আনন্দ প্রকাশ করতে ইকার উদ্দিন মালিথা তার মুদিখানার দোকানের বিস্কুট ও চকলেট ফ্রি-তে এলাকার সকলের মাঝে বিতরণ করছিলেন।
একপর্যায়ে গ্রামের সকলে মিলে রং মাখামাখি করার সময় হঠাৎ বীর মুক্তিযোদ্ধা ইকার উদ্দিন মালিথা অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই মুক্তিযোদ্ধাকে মৃত ঘোষণা করেন।
বীর মুক্তিযোদ্ধা ইকার উদ্দিন মালিথা আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের অনুপনগর গ্রামের নওদাপাড়া এলাকার মৃত খোকা মালিথার ছেলে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিয়াসাদ জামান তুলন অধিকারকে বলেন, হাসপাতালে আনার আগেই বীর মুক্তিযোদ্ধা ইকার উদ্দিনের মৃত্যু হয়েছে।
এ দিকে, মামার মৃত্যুর খরর পেয়ে সদর হাসপাতালে ছুটে যান নবনির্বাচিত চেয়ারম্যান তোবারক হোসেনসহ এলাকাবাসীরা। পরে বীর মুক্তিযোদ্ধা ইকার উদ্দিনের মৃতদেহ তার গ্রামের বাড়িতে নেওয়া হয়।
আপনার মতামত লিখুন :