জাতীয় শিক্ষাসপ্তাহ-২০২২-এ মাদারীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছে মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয় ।
জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে মাদারীপুর জেলার বিদ্যালয়েসমূহের ফলাফল, শিক্ষকদের যোগ্যতা, অবকাঠামোগত সুবিধা, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, আইসিটি দক্ষতা, পঠন-পাঠনে নিয়মানুবর্তিতা প্রভৃতি বিবেচনায় মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়কে জেলা প্রশাসন কর্তৃক মাদারীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়।
এর আগে প্রতিষ্ঠানটি মাদারীপুর সদর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
জেএসসি ও এসএসসির পাবলিক পরীক্ষার ফলাফল, সহ-শিক্ষা কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।
আপনার মতামত লিখুন :