জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৯ - সময়কাল

জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৯


admin-abbas প্রকাশের সময় : জুন ২৯, ২০২১, ১:২২ অপরাহ্ণ / ১০৯
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৯

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় চার নারীসহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার হোন্দাঘাট গ্রামের মৃত সেকেন্দার আলী খানের ছেলে সোলেমান খান (৪২), পশ্চিম খাদা গ্রামের বাহাদুর খানের ছেলে সবুর খান (২৩), পূর্ব খুস্তাকাটা গ্রামের মৃত নুর ইসলাম খানের মেয়ে সালমা বেগম (৩০), যশোরের ঝিকরগাছা উপজেলার আমিনী গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমন হোসেন (১৯), বাঘারপাড়া থানার মাইঝালী গ্রামের মৃত সেকেন্দার শেখের ছেলে মোজাম্মেল হোসেন (৪০), ফরিদপুরের সালতা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সামাদ শেখের মেয়ে রোমা শেখ (১৮), একই গ্রামের পান্নু শেখের মেয়ে অন্তরা শেখ (১৮), শরীয়তপুর জেলার পালং উপজেলার চরযাদবপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে এনায়েত হোসেন (৩৮) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোটঘাটপাড়া গ্রামের মৃত বিলাত আলীর মেয়ে সোহাগী (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর সীমান্তের আটপিকা এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় ভারতে অনুপ্রবেশকালে তাদের আটক করা হয়।

ব্রেকিং নিউজ