গাইবান্ধায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জাকারিয়া (২০) নামে এক কাপড়ের দোকানের কর্মচারী নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে গাইবান্ধা শহরের ভিএইড রোডের জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বারুপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। সে শহরের খাঁ পাড়ার আলহাজ বস্ত্রালয় নামে এক দোকানে কাজ করতো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে নিহত জাকারিয়া মোটরসাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাকারিয়া মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :