ডাসারে আওয়ামীলিগ -বিএনপি সংঘর্ষ নেতাকর্মী আহত। - সময়কাল

ডাসারে আওয়ামীলিগ -বিএনপি সংঘর্ষ নেতাকর্মী আহত।


admin-abbas প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ /
ডাসারে আওয়ামীলিগ -বিএনপি সংঘর্ষ নেতাকর্মী আহত।

শরীফ শাওন ডাসার মাদারীপুর:মাদারীপুরের ডাসারে বিএনপি’র ১০ দফা অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ বিএনপি’র সংঘর্ষ হয়েছে।

এতে উভয় পক্ষের অন্তত ১০নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপি কেন্দ্রীয় নেতা সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ ৪জন নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।

এছাড়াও সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আজ শনিবার বিকাল তিনটায় ডাসার উপজেলার কাঁঠালতলা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সংঘর্ষের ঘটনায় দুই দলেই একে অপরকে দায়ী করছে।

ডাসার উপজেলার শ্রমিক দলের আহবায়ক শাহ আলম ফকির সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি উপলক্ষে পদযাত্রায় অংশ নিতে নেতাকর্মীরা ডাসার উপজেলার বিএনপির পার্টি অফিস কাঁঠাল তলা বাজারে জড়ো হন। কিন্তু সকাল থেকেই বিএনপির পূর্বঘোষিত সমাবেশ স্থলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করেন। এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।পরে সংঘর্ষ বাধে।

তবে ডাসার উপজেলার ছাত্রলীগ নেতা সুজন খান বলেন, বিএনপি’র ভাড়া ( পার্শ্ববর্তী উপজেলা থেকে আসা) করা সন্ত্রাসীরা আমাদের নেত্রীকে নিয়ে কটুক্তি করেন এবং স্লোগান দিতে থাকেন। তখন আমরা বাধা দিলে আমাদের উপরে লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়েন। এতে আমাদের চার নেতাকর্মী আহত হন এবং দুজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের মাদারীপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ডাসার উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন বলেন, বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, বিএনপির নেতা-কর্মীরা দেশবিরোধী স্লোগান দিচ্ছিল এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

ব্রেকিং নিউজ