আজ ৮ মার্চ (শুক্রবার) সকালে চাঁদের আলো কো- অপরেটিভ ক্রেডিট ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠান পালিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - জনাব সৈয়দা ইসরাত ইমাম (প্রধান শিক্ষক সনমান্দী উচ্চ বিদ্যালয়, পরিচালক পল্লী বিদ্যুৎ সমিতি মাদারীপুর ৩), আলোচনা সভা-সভাপতিত্ব করেন, জনাব অঞ্জলী বৈদ্য, সভাপতি চাঁদের আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, রেভা বেগম, সহ-সভাপতি, সুমি বেগম (কনা), সম্পাদক, শরীফা ফাহিমা খানম, কোষাধ্যক্ষ সহ অত্র সমিতির সদস্যরা।
আলোচনা সভায় নারী দিবসের ভূমিকা, নারীর উন্নয়ন-অগ্রগতি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে নারীর অবদান, আগামীর নারী এবং সমাজে নারীর প্রভাব, নারী স্বাধীনতা নিয়ে আলোচনা করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা ইসরাত ইমাম বলেন, আমাদের সমাজ পিছিয়ে পরার অন্যতম কারন হচ্ছে নারীরা পিছিয়ে থাকা বতর্মানে বিশ্বের সকল দেশের নারীরা এগিয়ে গেলেও আমাদের দেশে উল্ল্যেখ যোগ্য অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। এর প্রধান কারন হচ্ছে পড়াশোনায় অমনোযোগী, বাল্য বিবাহ, কুসংস্কার ইত্যাদি। আজকে আমি অত্র প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসে অবাক যে, এখানে প্রায় ১৬০০ শত নারী সদস্য রয়েছে মূলধন প্রায় আট কোটি টাকা। আমি প্রত্যেক সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের এলাকার প্রতি লখ্য রাখুন যাতে কোন মেয়ে পড়াশুনা থেকে ঝড়ে না পরে। বাল্য বিবাহ না হয় এসব বিষয়ে সচেতন হলেই আমরা এগিয়ে যাবো আশা করি। অনুষ্ঠান শেষে কেক কেটে অত্র সমিতির ১৭ তম জন্মদিন পালন করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ দুর্জয় আববাস।,
নির্বাহী সম্পাদকঃ এস এম সরোয়ার ।,ব্যবস্থাপনা সম্পাদকঃ আরিফ