ডাসারে বিভিন্ন ভাবে চলছে অবৈধ চায়না দুয়ারী জালের মাধ্যমে মাছ শিকার। - সময়কাল

ডাসারে বিভিন্ন ভাবে চলছে অবৈধ চায়না দুয়ারী জালের মাধ্যমে মাছ শিকার।


admin-abbas প্রকাশের সময় : মে ২৫, ২০২৩, ৬:২৫ অপরাহ্ণ /
ডাসারে বিভিন্ন ভাবে চলছে অবৈধ চায়না দুয়ারী জালের মাধ্যমে মাছ শিকার।

শরীফ শাওন ডাসার, মাদারীপুর থেকে।।মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন খাল বিল, নালা ও জলাশয়ে অবাধে চলছে অবৈধ, নিষিদ্ধ চায়না দুয়ারী জালের দ্বারা মা মাছ, মাছের পোনা, রেনুমাছ শিকার।

আজ (২৫) মে বৃহস্পতিবার ডাসার উপজেলার উত্তর চলবলের বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায় চায়না দুয়ারী জালে মাঠ,ঘাট বিলে সয়লাব হয়ে আছে।

এ সময় উত্তর চলবলের বাপ্পি হালদার (২৯), পিতা- সমির হালদার জমিতে ৪ টি চায়না দুয়ারী জাল পেতে মাছ শিকার করছে।
এ সময় সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ৪টি জাল দেখতে পায়, পরবর্তিতে বাপ্পি হালদারের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কাছে স্বীকার করেন যে এই চায়না জাল দিয়ে মাছ ধরা অবৈধ তিনি আরো বলেন নবগ্রাম ইউনিয়নের গ্রাম পুলিশ আমাদের গতকাল এই জাল পাততে নিষেধ করে গেছে সাংবাদিকরা প্রশ্ন করে আপনি তার পরেও কেন জাল পাতছেন, তিনি এক পর্যায়ে সাংবাদবকের উপর চড়াও হয়ে নিজ বাড়িতে বসে তার জাল ডিজেল ঢেলে আগুন ধরিয়ে পুরে ফেলতে চায়।

পরবর্তিতে সাংবাদিকরা ডাসার থানার এস আই সাহাবুদ্দিন কে ফোন দিলে তিনি সাংবাদিকদের জানান এই চায়না দুয়ারী জাল নিষিদ্ধ।

এর পরে নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন আমরা গ্রাম পুলিশ দিয়ে বার বার নিষেধ করেছি এই জাল পেতে মাছ স্বীকার করতে।

ব্রেকিং নিউজ