ডাসারে সেরা করদাতাদের মাঝে সম্মাননা সনদপত্র বিতরণ
- আপডেট সময় : ০৮:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
ডাসারে সেরা করদাতাদের মাঝে সম্মাননা সনদপত্র বিতরণ
মাদারীপুরের ডাসারে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের অংশ হিসেবে সেরা ভূমি উন্নয়ন করদাতাদের মাঝে সম্মাননা সনদপত্র প্রদান করা হয়েছে ।
আজ ০৮ জুলাই রোজ সোমবার ডাসার উপজেলার, ডাসার, নবগ্রাম, কাজী বাকাই, গোপালপুর ও বালিগ্রাম ইউনিয়নের করদা তাদের মধ্যে বাছাই করে ১৫ জন সেরা ভূমি উন্নয়ন করদাতাকে এ সম্মাননা সনদপত্র প্রদান করেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ । এ সময় ইউনিয়ন ভূমি কর্মকর্তা সহ উপজেলার কর্মকর্তা ও ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক রতন-দে ও ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোকাররাম হোসেন হেমায়েত উপস্থিত ছিলেন ।
এ সময় নির্বাহী অফিসার উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, ভূমি উন্নয়ন কর দিলে, দেশের রাজস্ব আহরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং রাজস্ব আদায়ে গতিশীলতা আসবে।