মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অভিজিৎ হওলাদার(২৫)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আহত হয়েছেন নিহতের সাথে থাকা অনসুর রানী হাওলাদার (২৩) নামে এক নারী।নিহত অভিজিৎ হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মঠবাড়িয়া গ্রামের রতন হাওলাদেরর পুত্র।আহত অনুসর রানী হাওলাদারের একই এলাকার উত্তম হাওলাদারের মেয়ে।তবে তারা দুজনের সম্পর্কে কি হোন সে বিষয়ে পুলিশ জানাতে পারেনি।
শুক্রবার ১৯ জানুয়ারী বেলা সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান,বেলা সাড়ে ১২ টার দিকে মোটরসাইকেল(ঢাকা মেট্রো-ল-১২-১২৪৮)করে অভিজিৎ ও অনুসর ঢাকার দিকে যাচ্ছিল।নিমতলা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে তারা রাস্তায় রেলিং ছিটকে পড়ে।এ সময় ঘটনাস্থলে অভিজিৎ মারা যায়।গুরুতর আহত অনুসর হাওলাদাকে প্রথমে সিমরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করেন।দুজনের বাড়ী একই এলাকায় হওে তারা একে অপরের সম্পর্কে কি হোন তা জানার চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ দুর্জয় আববাস।,
নির্বাহী সম্পাদকঃ এস এম সরোয়ার ।,ব্যবস্থাপনা সম্পাদকঃ আরিফ