মিঠুন পাল, পটুয়াখালী থেকে :পটুয়াখালীর দশমিনা উপজেলায় উত্তর লক্ষ্মীপুর গ্রামের মোঃ রেজাউল আমিন হিরন এর পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রে জানা যায় । এই ঘটনায় এলাকার সাখাওয়াত হোসেন, তাহের ও সোহেল রাড়ীর বিরুদ্ধে দশমিনা থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী হিরন । উপজেলার সদর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামে গত ১১ই মার্চ/২৩ শনিবার আনুমানিক বিকাল পাঁচ ঘটিকায় এই এই ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠলে স্থানীয়রা তাকে জানান ।
সরজমিনে গিয়ে দেখা যায়, মোঃ রেজাউল আমিন হিরন এর নিজ পুকুরে বিষ প্রয়োগের ফলে মাছ মরে ভেসে উঠতে শুরু করে ও বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে আছে।
ভুক্তভোগী মো: রেজাউল আমিন হিরন (৪৫) বলেন,সরকারি নির্মিত রাস্তায় চলচলের বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। উপজেলার সদর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর এলাকার দশমিনা- পটুয়াখালী মহাসড়ক সংলগ্ন পশ্চিম পাশে সদর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের আমার মালিকানা ও ভোগদখলীয় পুকুরের পূর্বপাড়ে ঘটনাস্থলে দাঁড়াইয়া আমি মাছের খাবার দিতে থাকিলে, তখন আসামি সহ পাচ ছয় জন পুকুর পাড়ে অনধিকার ভাবে প্রবেশ করিয়া প্রত্যেকের হাতে থাকা বিষাক্ত গ্যাস ট্যাবলেট এলোপাতাড়িভাবে পুকুরের পানিতে ছুড়ে মারে। তাতে আমার পুকুরের বিভিন্ন প্রজাতির প্রায় ১০(দশ) মণ মাছ মরে ভসে উঠে। তাতে আমার প্রায় ১,৫০,০০০(এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতিসাধন হয়।
এই বিষয়ে সাখাওয়াত হোসেন (৩৫) এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে তাদের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। আমাদের ফাঁসাতে মাছ মারার অভিযোগ করেছে।
দশমিনা থানার অফিসার্স ইনচার্জ মোঃ মেহেদী হাসান(ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :