দুর্নীতি তাদের শিরায় শিরায়, রীতিমতো শিল্পে পরিণত করেছিল: কাদের - সময়কাল

দুর্নীতি তাদের শিরায় শিরায়, রীতিমতো শিল্পে পরিণত করেছিল: কাদের


admin-abbas প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২১, ২:২৬ অপরাহ্ণ / ৮৮
দুর্নীতি তাদের শিরায় শিরায়, রীতিমতো শিল্পে পরিণত করেছিল: কাদের

‘দুর্নীতি দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে’—বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের কথা শুনলে জনগণ নীরবে হাসে।কারা কী বলছেন!

তিনি বলেন, দুর্নীতি ছিল তাদের শিরায় শিরায়, যা থেকে এখনও তারা বেরিয়ে আসতে পারেনি।

‘দুর্নীতিকে যারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, লুটপাট আর অনিয়মের কন্ট্রোল রুম হিসেবে যারা হাওয়া ভবন তৈরি করেছিল, পর পর পাঁচবার দুর্নীতিতে দেশকে বিশ্বচ্যাম্পিয়নের কলঙ্কতিলক পরিয়েছিল, তারাই এখন দুর্নীতির কথা বলেন!  এসব বিষয়ে ওবায়দুল কাদের বলেন, চোখে পর্দা না থাকলে, নির্লজ্জ হলেই কেবল এমন কথা বলা যায়।’

দুর্নীতিবাজ নেতৃত্ব তোষণকে বিএনপি রীতিমতো শিল্পে পরিণত করেছে বলেও মন্তব্য ওবায়দুল কাদের।

তিনি বুধবার সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

অপরাজনীতি বিএনপিকে গভীর খাদের কিনারে পৌঁছে দিয়েছে, তাই তারা এ বাস্তবতা এখনও উপলব্ধি করতে পারছে না দাবি করে ওবায়দুল কাদের বলেন, কর্মীদের চাঙ্গা রাখতে নানা মুখরোচক বক্তব্য দেন, যা অন্তঃসারশূন্য।

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, বিএনপি কি একটি নজির দেখাতে পারবে? তাদের সময়কালে কোনো একজন দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে?

 

ব্রেকিং নিউজ