নওগাঁ জেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি কায়েস, সম্পাদক ছোটন - সময়কাল

নওগাঁ জেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি কায়েস, সম্পাদক ছোটন


admin-abbas প্রকাশের সময় : মার্চ ৬, ২০২২, ৮:৪৩ পূর্বাহ্ণ / ১৩
নওগাঁ জেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি কায়েস, সম্পাদক  ছোটন

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি পদে চ‍্যানেল আইয়ের জেলা প্রতিনিধি কায়েস উদ্দীন ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শফিক ছোটন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৫ মার্চ) দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে সন্ধ্যায় নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হারুন অর রশিদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটিতে সহযোগী সদস্য ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও গোলাম সামদানী।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হারুন অর রশিদ জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪০ জন। এদের মধ্যে মোট ৩৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতির দু’টি পদে এ. এস. এম রায়হান আলম (এটিএন বাংলা/এটিএন নিউজ) ও সুলতানুল আলম মিলন (মুক্ত খবর ), যুগ্ম-সম্পাদকের দু’টি পদে আব্দুর রউফ পাভেল (জি টিভি/দৈনিক ঢাকা ট্রিবিউন) ও এ কে সাজু (ডিবিসি নিউজ), অর্থ-সম্পাদক পদে বাবুল আক্তার রানা (বাংলাদেশ প্রতিদিন/নিউজ ২৪), দফতর সম্পাদক পদে আবু রায়হান রাসেল (দৈনিক আলোকিত সকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাসুদ রানা (দৈনিক কালবেলা)।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, মো: নবীর উদ্দিন (দৈনিক করতোয়া), আসাদুর রহমান জয় (এনটিভি), আব্দুর রউফ রিপন (দীপ্ত টিভি/দৈনিক সোনার দেশ), মো: ওবায়দুল হক (ডেইলি অবজারভার), এমদাদুল হক সুমন (দৈনিক ইনকিলাব) ও ওমর ফারুক (প্রথম আলো)।

ব্রেকিং নিউজ