বরিশাল নগরীর চাঁদমারী মাদ্রাসা সড়কের বিআইপি পিছনের গেট এলাকায় এক গৃহবধুর বাড়ি ও জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত ২৭ আগস্ট সকাল ১০টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাড়ি ও জমির মালিক মুকুল বেগম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় গতকাল অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, কোতয়ালী থানাধীন ১১নং ওয়ার্ডস্থ চাঁদমারী মাদ্রাসা সড়কের বিআইপি পিছনের গেট সংলগ্ন এলাকায় বাদী মুকুল বেগমের বাড়ি ও জমি রয়েছে। অর্থাৎ উক্ত স্থানে ৫০নং বগুড়া আলেকান্দা মৌজার বাদীর এক একর জমি আছে। যা বাদী দীর্ঘ ১৮ বছর যাবৎ ভোগ দখলে বিদ্যমান আছেন। যার এস.এ দাগ নং- ৬২২২, ৬২২৩, ৬২২৪, ৬২২৫, বর্তমান বি.এস জরিপের দাগ নং – ১৯৪৩২, ১৯৪১০, ১৯৪১১, ১৯৪১৩, ১৯৪১৪। উক্ত জমির মধ্যে বাদীর ও তার আত্মীয়ের বসবাস করার জন্য ২টি বিল্ডিং রয়েছে। বাদীর ওই জমি ও বাড়ি বিবাদীরা অবৈধ ভাবে দখল নেওয়ার জন্য দীর্ঘ দিন যাবৎ পায়তারা করছে। কোতয়ালী মডেল থানায় অভিযোগের ভিত্তিতে আসামীরা হলেন, ১১নং ওয়ার্ডের চরের বাড়ী এলাকার আনোয়ারুল হকের ছেলে মো: সামসুল হক, ১১নং ওয়ার্ডের আলেকান্দা মৃধা বাড়ির মৃত: আমজেদ আলী খানের ছেলে মৌজে আলী খান, ১৪নং ওয়ার্ডের হযরত কালুশাহ সড়কের সৈয়দ মোহাম্মদ আলী সিদ্দিকি’র স্ত্রী মরিয়ম আক্তার, ৭নং ওয়ার্ডের কাউনিয়া মৃত সোনামদ্দি মিয়ার মেয়ে নিগার সুলতানা হনুফা, ১১নং ওয়ার্ডের আলেকান্দা মৃধা বাড়ির মাকসুদা আক্তার মিতু ও ১১নং ওয়ার্ডের চরের বাড়ী এলাকার সামসুল হকের ছেলে রাজু সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন। বাদী ওই জমিতে শ্রমিক নিয়ে কাজ করতে গেলে বিবাদীরা তাতে বাঁধা প্রদান করে কাজ বন্ধ করে দেয়। এমনকি বাদীর আত্মীয় শেখ কবিরের ছেলে শেখ শামীম ওই জমিতে বিল্ডিং করিয়া বসবাস করায় বিবাদীরা তাকেও খুন জখমের হুমকি প্রদান করাসহ নানা ভাবে হয়রানি করে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে বিবাদীরা বিভিন্ন তারিখ ও সময়ে বাদী মুকুল বেগম’র সাথে ও তার পরিবারের সদস্যদের সাথে ঝগড়া বিবাদ করাসহ খুন জখমের হুমকি প্রদান করে আসছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে বিবাদীরা বাদীর বিল্ডিং এর পানির লাইন বন্ধ করে দেওয়ার পায়তারা করছে। বিবাদীরা বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার হুমকি প্রদান করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে উক্ত বিবাদীরা স্থানীয় এবং রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে বিবাদীরা বাদীর নির্মানকৃত বিল্ডিং ভাংচুর করিয়া অবৈধ ভাবে দখল করার পায়তারা করছে। বর্তমানে আমাদের জমির মধ্যে বিল্ডিং এর নির্মানাধীন কাজ চলমান আছে। গত ২৭ আগস্ট সকাল আনুমানিক ১০টার সময় সকল বিবাদীরা পরস্পর যোগসাজসে একত্রিত হয়ে কোতয়ারী মডেল থানাধীন ১১নং ওয়ার্ডস্থ চাঁদমারী মাদ্রাসা সড়কে বাদী মুকুল বেগমের মালিকানাধীন জমির মধ্যে অনধিকার প্রবেশ করে বাদীর নির্মান কাজে বাঁধা প্রদান করে। বাদী মুকুল বেগম প্রতিবাদ করায় বিবাদীরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও খুন জখমের হুমকি প্রদান করে। এসময় বাদী মুকুল বেগমের নির্মান কাজের ইট, সিমেন্ট ও বালু ট্রাক ভরিয়া নিয়া যায় বিবাদীরা। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি জানান, অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এ ব্যাপারে অভিযুক্তদের সাথে সাংবাদিকরা কথা বলতে চাইলে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।
আপনার মতামত লিখুন :