নাজিরপুরে কিশোরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ - সময়কাল

নাজিরপুরে কিশোরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ


admin-abbas প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২২, ৭:২৫ অপরাহ্ণ /
নাজিরপুরে কিশোরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

পিরোজপুরের নাজিরপুরে অনুপ মন্ডল (১৩) নামের এক কিশোরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

বুধবার বিকেলে বিদ্যুতায়িত হয়ে তিনি নিহত হন।

নিহত অনুপ উপজেলার মালিখালী ইউনিয়নের সাচীয়ার লড়া গ্রামের অনিল মন্ডলের ছেলে।

তার বাবার অভিযোগ, বুধবার বিকেলে অনুপ একই এলাকার বিধান মন্ডলের বাড়ির পেছনে যায়। সেখানে ইদুর থেকে বোরো ধানের বীজ রক্ষা করতে বিদ্যুতের সংযোগ দেয়া হয় কিন্তু মানুষ বা প্রাণী চলাচলের কোনো নিষেধাজ্ঞামূলক প্রতীক ছিলো না। এখান দিয়ে যাওয়ার সময় অনুপ বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়ে মাঠে পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনীম জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির জানান, ঘটনাটি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

ব্রেকিং নিউজ